প্রশ্নঃ- পাপ কাহাকে বলে? পাপ কত প্রকার ও কি কি?
উত্তরঃ- মানুষ যখন ধর্মীয় বিধান ভুলে গিয়ে
কদাচার করতে থাকে, তখন তাকে পাপ বলে।
পাপ ৩ প্রকার। যথাঃ-
(১) শারীরিক পাপঃ- পরহিংসা, চুরি, পরস্ত্রী
সঙ্গ।
(২) ব্যাচিক পাপঃ- অসত্ প্রলাপ,খারাপ কথা বলা,
নিষ্ঠুর বাক্য প্রয়োগ, পরদোষ কীর্ত্তন মিথ্যা
ভাষণ মিথ্যা কথা বলা।
(৩) মানসিক পাপঃ- পরের দ্রব্যে লোভ
পরের অনিষ্ট পরের ক্ষতিচিন্তা বেদবাক্যে
অশ্রদ্ধা।
এই ত্রিবিধ পাপ সযত্নে এড়িয়ে চললে মানুষ
কদাচার করতে থাকে, তখন তাকে পাপ বলে।
পাপ ৩ প্রকার। যথাঃ-
(১) শারীরিক পাপঃ- পরহিংসা, চুরি, পরস্ত্রী
সঙ্গ।
(২) ব্যাচিক পাপঃ- অসত্ প্রলাপ,খারাপ কথা বলা,
নিষ্ঠুর বাক্য প্রয়োগ, পরদোষ কীর্ত্তন মিথ্যা
ভাষণ মিথ্যা কথা বলা।
(৩) মানসিক পাপঃ- পরের দ্রব্যে লোভ
পরের অনিষ্ট পরের ক্ষতিচিন্তা বেদবাক্যে
অশ্রদ্ধা।
এই ত্রিবিধ পাপ সযত্নে এড়িয়ে চললে মানুষ
ইহলোকে ও পরলোকে সুখী হতে পারে।
শ্রীভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে এই নির্দেশ
দিয়েছিলেন।
মহাভারত অনুশাসন পর্ব ১৩ অধ্যায়।
পাপাচারী মানুষ যখন স্হূল দেহ ত্যাগ করে,
তখনযমদূতেরা তার সূক্ষ্ম দেহকে পাশবদ্ধ
করে যমপুরীতে নিয়ে যায়।
পৃথিবী থেকে যমপুরী অর্থাত্ নরক গ্রহের
দূরত্ব হচ্ছে ৮৬ হাজার যোজন বা ৭ লক্ষ ৯২ হাজার
মাইল। অর্থাত্ ১১ লক্ষ ৮৮ হাজার কিলোমিটার।
মহাভারতে বলা হয়েছে ষড়শীতি সহস্রযোজন
বিস্তীর্ণ মার্গ।
নরক গ্রহের অবস্থানটি হচ্ছে পাতাললোক ও
গর্ভোদক সমুদ্রের মধ্যবতী।
মাত্র কয়েক মুহূর্তের মধ্যে অতি দ্রুত গতিতে
যমদূতেরা পাপাত্মাকে সেই স্থানে নিয়ে যায়।
নরকের যমপুরীর নাম হচ্ছে সংযমনী।
যমদূতেরা পাপাত্মাকে সেই স্থানে নিয়ে যায়।
নরকের যমপুরীর নাম হচ্ছে সংযমনী।
শ্রীসূর্যদেবের পুত্র ধর্মরাজ যম হচ্ছেন
নরকের অধিপতি।
সেখানে শতসহস্র(শতহাজার)
নরককুণ্ড বা শাস্তিবিভাগ রয়েছে।
নরকের অধিপতি।
সেখানে শতসহস্র(শতহাজার)
নরককুণ্ড বা শাস্তিবিভাগ রয়েছে।